আড়াইহাজারে বেকারীর মালিককে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড প্রদান
আড়াইহাজারে এক বেকারীর মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে অবস্থিত আবু কালামের মালিনাধীন টেন স্টার বেকারীর মালিককে এই অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভুমি পান্না আক্তার জানান, উপজেলার রামচন্দ্রদীতে অবস্থিত বেকারীটি বিএসটি আই এর অনুমোদন বিহীন অপরিষ্কার, অপরিছন্ন পরিচালিত হয়ে আসছে। সে অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযান চালিয়ে ২০০৯ ধারায় বেকারীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো জানান, পরবর্তীতে যদি অনুমোদন না নেওয়া হয়। পরে উক্ত বেকারীটি সিলগালা করে দেওয়া হবে। এদিকে মোবাইল কোর্টের অভিযানের খবর পেয়ে অন্য দোকানীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সিপেক্টর হুমাযূন কবির ও আড়াইহাজার থানা পুলিশ।