নারায়ণগঞ্জ সিটির ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে পানির চরম সংকটে স্থানীয়দের বিক্ষোভ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের অন্তত আটটি এলাকায় প্রচন্ড পানির সংকট দেখা দিয়েছে। এই তীব্র দাবদাহে ভুগতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আর এই পানির সংকট দুর করতে কর্তৃপক্ষের বিরুদ্ধে কলস নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় শতাধিক নারী-পুরুষ।
চৌরাপাড়া পাম্প বিকল হওয়ায় দেউলী চৌরাপাড়া, আমিরাবাদ, বক্তারকান্দি, কাইতাখালী, নোয়াদ্দা, পাতাকাটা, দাসেরগাঁ ও লক্ষ্মণখোলা এলাকার বাসিন্দাদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হচ্ছে।
বুধবার বন্দর চৌরাপাড়া এলাকায় পানি সরবরাহের দাবিতে জানিয়ে বক্তব্য রাখেন ভুক্তভোগিরা।
বিক্ষোভে স্থানীয়রা বলেন, দীর্ঘদিনেও পাম্পটি সচল করার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় পাশের মসজিদ থেকে শুধু খাওয়ার পানিটুকু সংগ্রহ করছেন মানুষ। বিশুদ্ধ পানির দাবিতে এরই মধ্যে আরও কয়েকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।
এলাকাবাসী জানান, গত আগস্টে ২৪ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া পাম্পটি বিকল হয়। এটি মেরামত না করায় তীব্র পানিসংকট দেখা দিয়েছে। ৯ মাস ধরে ওয়াসার লাইনে পানি পাচ্ছেন না বাসিন্দারা। দূরের কোনো পাম্পহাউস থেকে মাঝেমধ্যে লাইনে পানি আসে।
এদিকে, চৌরাপাড়া পাম্পটি একেবারে বিকল হয়ে গেছে বলে জানান সিটি করপোরেশনের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, নতুন পাম্প স্থাপন করা ছাড়া কোন উপায় নেই।