ভৈরবে ব্যবসায়ী সজীব হত্যার ঘটনায় মামলা

রাফি তালুকদারঃ ভৈরবে ডকইয়ার্ড ব্যবসায়ী সজীব মিয়া (৩৫) হত্যা ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী হামিদা বেগম স্বর্ণা। আজ ১৫ মে সোমবার বিকালে ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে এই মামলা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম মোল্লা।

মামলার বিবরণে জানাযায়, গত ১৩ মে শনিবার দুপুরে ডকইয়ার্ড ব্যবসায়ী সজীব মিয়া মোটর সাইকেল করে কিশোরগঞ্জের নিকলীতে পুরাতন নৌকা কেনার কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা ৭ টার দিকে স্ত্রী স্বর্ণা সজীবকে মোবাইলে কল করে বাচ্চার জন্য দুধ আনতে বললে সজীব মিয়া ঝামেলায় আছে বলে জানান। পরে রাত সাড়ে ৯টার দিকে দেবরের মাধ্যমে জানতে পারেন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে সজীব মিয়ার মরদেহ পড়ে আছে। এ সময় তার গলায় নেট (জাল) প্যাঁচানো ছিলো। দুর্বৃত্তরা সজীব মিয়ার কাছ থেকে একটি রেডমি এন্ড্রোয়েড মোবাইল সেট এবং তার সাথে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সজীব মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সাপমারা ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামের গোলাপ মাস্টারের ছেলে। তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকায় ডকইয়ার্ড ব্যবসা করতেন। সেই সুবাদে পরিবার নিয়ে শহরের নিউটাউন এলাকায় বসবাস করতেন।

এ বিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম মোল্লা জানান, নিহতের স্ত্রীর কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকেই ভৈরব থানা পুলিশ তৎপর রয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *