কমলগঞ্জে আন্ত: মণিপুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও ফুটবল মাঠে বাংলাদেশ আন্তঃমণিপুরী ফুটবল টুর্নামেন্টে- ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মে) বিকেলে ভানুগাছ লিজেন্ড এর আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভানুগাছ লিজেন্ড ২ – ০ গোলে লাইনিংথৌ গঙ্গানগরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ। এছাড়া অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রোশন আলী, বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন এর উপদেষ্টা সাবেক ইউপি সদস্য মনীন্দ্র কুমার সিংহ , মণিপুরী কাং ফেডারেশনের সভাপতি ইবুংহাল সিংহ (শ্যামল) সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।