না’গঞ্জে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কাশিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকা্শ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভিাপতি এবং বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা (এমপি)কে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বিকাল ৪টায় কাশীপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ভোলাইল ঈদগাহ ময়দানে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী বলেন- আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে। তাই আমরা মানুষের কাছে যেতে পারবো। বিদেশের ভরসায় আওয়ামী লীগ চলে না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই চলে। আমার নেতা সাইফ উল্লাহ বাদল আমাকে ফোন করে বলেছেন, আমরা সভার আয়োজন করেছি। যদি ১০/১২ দিনের আয়োজনে সভা করতাম, তাহলে বিএনপিকে খোঁজে পাওয়া যেতো না।
কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী’র সভাপতিত্বে এবং কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. সাত্তার’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন সিকদার, যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, কাশীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক খোকন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমীন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও কাশীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. লিটন, কাশীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, ফতুল্লা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম মেম্বার, কাশীপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার প্রমূখ।