‘‌শেখ হা‌সিনা সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়’- রুহুল কবির রিজভী

শেখ হাসিনা বলেছে আমি কাউকে ভয় করি না, আমি মৃত্যুকেও ভয় করি না। কিন্তু উনি সুষ্ঠু নির্বাচনকে ভয় করে। উনি নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচনকে ভয় করে বলেইতো এটা দেন না।

মঙ্গলবার (২৩ মে) বিকালে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় মিথ্যা মামলা, পুলিশি হয়রানী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নে বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে এই কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।।

তিনি বলেন, আজকে নাইকো মামলার বিচার শুরু করেছেন, এই নাইকো মামলার আসামী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। তিনি রাষ্ট্রক্ষমতার জোড়ে তার নাম বাদ দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ আরও কয়েক জনের নাম দিয়ে বিচার শুরু করেছেন। এটা শেখ হাসিনার ইচ্ছা পূরণের বিচার। উনি আদালত নিয়ন্ত্রণ করেন, উনি পুলিশ, র‌্যাব নিয়ন্ত্রণ করে। উনাকে সবাই ভয় পায়। তার এই দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করছে বিএনপি।

রুহুল কবির রিজভী আরও বলেন, আমরা কাউকে আঘাত করতে চাই না। আমরা চাই শেখ হাসিনার শাসন ব্যবস্থার অবসান হউক। একটা নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হোক এবং জনগণ যাকে ভোট দিবে তিনি সরকার গঠন করুক। আমরা সত্যেরে পক্ষে আছি, ন্যায় আর আদর্শের পক্ষে আছি। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে আনবো। দেশ নায়ক তারেক রহমানকে আমরা ফিরিয়ে আনবো।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়য়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *