খালেদা জিয়াকে নিয়ে জাহাঙ্গীরের কটুক্তির প্রতিবাদে মামুন মাহমুদের নিন্দা
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়াকে অশ্রাব্য ভাষায় গালি দেওয়ায় এবং জিয়া পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
সোমবার (২২ মে) গনমাধ্যমকে প্রেরিত এক বিবৃতিতে অধ্যাপক মামুন মাহমুদ এ নিন্দা জানান।
বিবৃতিতে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে আমরা দেখতে পাই যে নারায়নগঞ্জে আওয়ামী লীগের এক সভায় বক্তব্য প্রদানের সমায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম অত্যন্ত অশ্রাব্য ও কুরুচিপূর্ণ ভাষায় বাংলাদেশের ৩বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহ-ধর্মিনী, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করেছেন এবং জিয়া পরিবার নিয়ে অশ্রাব্য অশ্লীল ভাষায় বাজে মন্তব্য করেছেন।
তিনি বলেন, জাহাঙ্গীর আলমের মতো এই স্তরের একজন সামান্য কর্মী প্রকাশ্যে যে ভাষায় একজন সাবেক প্রধানমন্ত্রীকে গালাগাল দিয়েছে তা আওয়ামী লীগের কুরুচিপূর্ণ রাজনৈতিক শিষ্টাচার এবং হীন আচরণেরই বহিঃপ্রকাশ ঘটেছে। অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার দখলে রেখে তাদের আচরণ ও কথাবার্তা কতটা নীচু স্তরে চলে গিয়েছে তা জাহাঙ্গীর আলমের এই জঘন্য ভাষার বক্তব্য থেকেই অনুধাবন করা যায়। তবে আর বেশী দিন নাই, জনগন তাদের এই অহমিকা পূর্ণ জঘন্য আচরনের সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ।
আমি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের সভায় জাহাঙ্গীর আলমের মাধ্যমে প্রদান করা এই কুরুচিপূর্ণ ও অশ্লীল বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।