বিশেষ সংবাদ

সোনারগাঁয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণা

মোঃমীমরাজ হোসেন,সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র উদ্যোগে এবং মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণা অব্যাহত রয়েছে।

তার অংশ হিসেবে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ৩৮নং ভটেরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (২৬ই মে) শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন ও তাদের মাঝে ঔষধ বিতরণ করেন।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণা চালানোর অংশ হিসেবে ডাঃ বিরু জনসাধারণের মাঝে লিফল্যাট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করেন।

এসময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত, সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, সাবেক আহবায়ক মাহাবুব আলম মিলন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ,সনমান্দী ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক আবু সিদ্দিক,যুগ্মসচিব আলআমিন, সনমান্দী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button