বাংলাদেশ

পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে হ-ত্যা

দুই গ্রুপের সংঘর্ষের ৩৬ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে। বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারে শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় সংর্ঘষটি হয়। স্থানীয়রা জানান, পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এই সংঘর্ষ শুরু হয়।

নিহত যুবকের নাম রোমান।  সে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে।

সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা ওসি মোঃ আবু বকর সিদ্দিকসহ থানা পুলিশের একাধিক টিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষের রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনায় ঘারমোড়া এলাকাসহ এর আশে পাশের এলাকা গুলোতে থমথমে ভাব বিরাজ করছে।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে,তেলের ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে বন্দর চরধলেশ্বরী এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সাথে মদনগঞ্জ সৈয়লবাড়ী ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান গ্রুপের দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। পোড়া তেলের ব্যবসা নিয়ে ইতিপূর্বে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমিসহ বন্দর থানার একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে আসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকাবাসী জখম অবস্থায় ক্যাপ রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button