ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ হামলা
রাশিয়া রোববার রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের খমেলনিটস্কি এলাকার একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। স্থানীয় প্রশাসন সোমবার এ কথা জানিয়েছে। সাধারণত এ ধরনের সামরিক স্থাপনায় হামলার কথা খুব একটা স্বীকার করে না ইউক্রেন।
স্থানীয় প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, রুশ সৈন্যরা খমেলনিটস্কি এলাকার সামরিকসহ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। প্রশাসন আরো জানিয়েছে, এ হামলায় জ্বালানি ডিপো ও পাঁচটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।