বাংলাদেশ

রক্ত দিয়ে হলেও ১০ দফা দাবি আদায় করতে হবে : এড.সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এখন আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের কোনো বিকল্প নেই।

আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ১০ দফা কর্মসূচি দিয়েছেন, বুকের তাজা রক্ত দিয়ে হলেও সেই ১০ দফা দাবি আদায় করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার সেই আন্দোলনে নারায়ণঞ্জের গণতন্ত্রকামী মানুষ বলিষ্ঠ ভূমিকা রাখবে।

রবিবার (২৮ মে) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচির পূর্বে বন্দর শহীদ মিনারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। হাসিনার অধীনে দেশে কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাবো না। ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি আদায় করেই ছাড়বো।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. আনোয়ার প্রধান, মাহমুদুর রহমান, হাবিবুর রহমান দুলাল, বরকত উল্লাহ, শাহিন আহমেদ, কামরুল হাসান চুন্নু সাউদ, মাকিদ মোস্তাকিম শিপলু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মাজহারুল ইসলাম হিরণ, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শিশির, হারুন উর রশিদ লিটন, শাহাদুল্লাহ মুকুল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম, চঞ্চল মাহমুদ, নাজমুল হক, নজরুল ইসলাম সরদার, আল আমিন প্রধান, সদস্য আবুল হোসেন রিপন, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ইকবাল হোসেন, নাছির উল্লাহ্ টিপু, সোহেল খান বাবুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button