রাজনীতি
গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তিঃ ৩০ মে ২০২৩, মঙ্গলবার গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার ২য় জেলা সম্মেলনের প্রস্তুতি হিসাবে সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক কর্মসূচী শীর্ষক এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহি সমন্বয়ক অঞ্জন দাসের সভাপতিত্বে উক্ত সভায় আলোচনা করেন সোনারগাঁও থানার সংগঠক ইব্রাহিম খলিল ও গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগরের প্রচার সম্পাদক মেহেদী হাসান উজ্জল।
কর্মীসভা শেষে ২টি পদ ফাকা রেখে, ১৩ সদস্য বিশিষ্ট সোনারগাঁও থানার সম্ভুপুরা ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটি পরিচিত : আহবায়ক- ইব্রাহিম খলিল যুগ্ম আহবায়ক- সুজন মিয়া সম্পাদক- মিজানুর রহমান সদস্য : ১:মো:আল আমিন ২:রায়হান বিন রেজা ৩:জাহিদ হাসান ৪:নিজাম উদ্দিন ৫:ইমরান হোসেন ৬:সোহেল রানা ৭:মো:ইমরান ৮:আনিস উর রহমান