সুষ্ঠু নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চের রোডমার্চ শুরু

অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের দাবিতে রোডমার্চ কর্মসূচি শুরু করেছে গণতন্ত্র মঞ্চ। রোববার (৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই কর্মসূচির সূচনা হয়। গণতন্ত্র মঞ্চের এই রোডমার্চ ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত যাবে।

এসময় জোনায়েদ সাকি গণতন্ত্র মঞ্চের ১৪ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সংসদ বিলুপ্ত করে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। অবাধ, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য অর্ন্তবর্তীকালীন সরকার গঠন করতে হবে।’ এসময় সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করাসহ অন্য দাবিগুলোও তিনি তুলে ধরেন।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. সাইফুল হক। তিনি বলেন, ‘সরকার যে বাজেট দিয়েছে তা অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে নৈরাজ্যের সৃষ্টি করবে। গতকাল প্রধান মন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে সরকার আর্ন্তজাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের পায়ের নিচে মাটি নেই।’

প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে একটি র‌্যালি মৎস্য ভবন পর্যন্ত যায়। সেখান থেকে গাড়িতে করে দিনাজপুর পর্যন্ত রোডমার্চ কর্মসূচি শুরু করে গণতন্ত্র মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *