নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ, প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সোমবার (০৫ জুন) সকাল ৯.৩০মিনিটে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে কোর্ড চত্ত্বর প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ আরিফ মিহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন। আলোচনা শেষে পরিবেশের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়েেদর মাঝে পুরুস্কার বিতরণ করেন। এই সময় পরিবেশবাদী সংগঠন থেকে ছিলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উপদেষ্টা সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম খোকন,বাপার সভাপতি এবি সিদ্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *