‘সেন্ট মার্টিন নিয়ে হাসিনার বক্তব্য সর্বৈব মিথ্যা’ – মির্জা ফখরুল

‘বিএনপি সেন্ট মার্টিন দ্বীপ বা বাংলাদেশকে বিদেশিদের কাছে বন্ধক দিয়ে ক্ষমতা আসতে চায়’— প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যকে ‘সর্বৈব মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা (প্রধানমন্ত্রীর বক্তব্য) সম্পূর্ণভাবে বানোয়াট, ভিত্তিহীন, সর্বৈব মিথ্যা কথা। এই কথাগুলো বলে উনি (শেখ হাসিনা) কিছু সুবিধা পেতে চান। সেই সুবিধা যদি উল্টো হয়.. এটা উনি বুঝেন না।’

‘২০০১ সালে বিএনপি ‘গ্যাস বিক্রি করার’ মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিল। এখন তারা দেশ বিক্রি করবে, নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়? এটুকু বলতে পারি, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা। আমার হাত থেকে এদেশের কোনো সম্পদ কারও কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম।’

সরকার প্রধানের এই বক্তব্য পলিটিক্যাল স্ট্যান্ড কি না জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা সম্পূর্ণ স্ট্যান্ড, উনি এটা বলে, তারপরে উনি যেটা বলেছেন, আমি এক বিন্দু জীবন থাকতে দেব না, এই কথাটা সম্পূর্ণ স্ট্যান্ড। উনি যখন হেরে গেলেন ২০০১ সালের নির্বাচনে তখনও উনি একই কথা বলেছেন।’

তিনি বলেন, ‘কিন্তু তাদের (ক্ষমতাসীন সরকার) বিরুদ্ধে বহু অভিযোগ আছে। নিজেও বলেছেন, আমরা তো সব দিয়ে দিয়েছি, বলে নাই? কাকে দিয়েছেন? সেই বিষয়টা আপনারা জানেন.. ঠিক না? এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গা, মানুষকে ওনারা এত বোকা ভাবেন কেন? জনগণকে এত বোকা ভাবেন কেন? এই সমস্ত বলে যে পার পাবেন না, এটা তার বোঝা উচিত।’

তিনি বলেন, ‘পত্রিকায় সেটা এসছে যে, সাহায্য চাওয়ার কথা বলেছেন। এটা তো তার পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন, আপনারা সবাই সেটা জানেন। একবার ভারতের কাছে বলেছেন, একবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও বলেছেন যে, আপনারা একটু সাহায্য করেন যাতে করে বিএনপি নির্বাচনে আসে, তাদের যেন সাহায্য করেন.. আবার যেন তাদের ক্ষমতায় থাকতে দেওয়া হয়। উনি স্বীকার করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘এই জিনিসগুলো আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা ইচ্ছা করলেই বিভিন্ন ভাষায় কথা বলতে পারি না। ওনাদের মন্ত্রীরা পারেন, ওনারা পারেন, উনিও পারেন। কিন্তু আমরা সেটা পারি না। আমরা যখন কথা বলি, দায়িত্ব নিয়ে কথা বলি, উইথ অল রেসপনসেবেলিটিজ। সেজন্যই আমি বলছি যে, এখন কি ডিজিটাল সিকিউরিটিজ অ্যাক্টে মামলার হওয়ার সময় হয়ে গেছে উনি যেসব মিথ্যা কথা বলছেন। মিথ্যা বানোয়াট এবং কথাগুলো কি ভয়ংকর কথা। সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়ার কথা। আপনার একটা দেশ সেন্ট মার্টিনকে দেওয়ার কথা বলেন, সেন্ট মার্টিন চাচ্ছেন তারা। আপনি চিন্তা করতে পারেন যে, সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) কালকেই স্টেটম্যান্ট দিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং তারা এভাবে কোনো কথাই বলতে পারে না। ওয়াট এ্যানি ব্লাপ।’

‘এক্ষেত্র উনি তৈরি করেছেন। আমরা সবসময় বলে এসেছি, আমরা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমেত্ব বিশ্বাস করি। বাংলাদেশের এক ইঞ্চি মাটি কাউকে দেওয়ার পক্ষপাতি না। আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে প্রতিরোধ করব’— বলেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, লিটন মাহমুদ, হাজী মো. মনির হোসেন, আনম সাইফুল ইসলাম, মহানগর দক্ষিণ যুব দলের সাঈদ হাসান মিন্টু, খন্দকার এনামুল হক এনাম, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাইদ মোরশেদ পাপ্পা, মহানগনর দক্ষিণ কৃষক দলের হাজী মো. কামাল হোসেন, মোয়াজ্জেম হোসেন বাদশা ও পূর্ব ছাত্র দলের মোহাম্মদ আল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button