সোনারগাঁয়ে আ’লীগের আনন্দ র্যালী ও আলোচনা সভা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার। এসময় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বি, মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু,সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার,সাবেক যুবমহিলালীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নূরজাহান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ পৌরসভা মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন প্রমুখ।