মসজিদে মসজিদে মুসল্লিদের মাঝে মহানগর বিএনপির লিফলেট বিতরণ
সরকারের পদত্যাগ ও ১দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে নগরীর মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) বাদ জুম্মা সরকারের পদত্যাগসহ নিবার্চনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১দফা দাবিতে বিএনপির চলমান আন্দোলন জোরদারের লক্ষ্যে সাধারণ জনগণকে যোগদানের আহবান জানিয়ে নগরীর বিভিন্ন মসজিদে মসজিদে মুসল্লিদের মাঝে এই লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা মো. সোহেল, হিরা সরদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক দুলাল হোসেন, আঃ রশিদসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা, বন্দর থানা ও বন্দর উপজেলাসহ ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা বিভিন্ন মসজিদে মসজিদে জুম্মার নামাজের পর মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করেছে।