ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি : সালমান এফ রহমান

অর্থনীতির উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে পর্যায়ে উন্নীত করেছেন, এফবিসিসিআই এর সাথে তাল মিলিয়ে সমানভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এফবিসিসিআই এর আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ব্যবসায়ীদেরকে দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, কোভিডের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশের অর্থনীতির মেরুদন্ড ঠিক রাখতে ব্যবসায়ীদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার মাধ্যমে সরকার এসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এর মধ্যে অনেকগুলো সমস্যার সমাধানসহ বাকীগুলো সমাধানের পথে রয়েছে।

তাই ব্যবসায়ীদের সাথে সমন্বয় না করে সরকারও সব সমস্যা সমাধান করতে পারবে না মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, সমস্যার সমাধান করতে হলে ব্যবসায়ীদের পরামর্শ নিতে হবে।

এছাড়া দেশের চলমান পরিস্থিতিতে এবারের এফবিসিসিআই নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেলকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান তিনি।

বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআই এর বর্তমান সভাপতি জসীম উদ্দিন, চট্রগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল প্রধান মাহবুবুল আলমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

তারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এফবিসিসিআই এর এই প্যানেলকে আন্তরিকভাবে সমর্থন দিয়ে বিজয়ী করতে ব্যবসাীয়দের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button