চিটাগাং রোডে বিএনপির নেতাকর্মীদের নিয়ে আজাদের অবস্থান

বিএনপির এক দফা আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ চিটাগাং রোড মহাসড়কে বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

এসময় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে দলীয়  নেতাকর্মীরা চিটাগাং রোড মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দেন’ বাঁধা আসবে যেখানে লড়াই হবে সেখানে’। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ একটা গুলি চললে দশটা গুলি চলবে’।

শনিবার ( ২৯ জুলাই ) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশমুখের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।

এছাড়াও বিএনপি নেতা আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ঢাকার প্রবেশমুখের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকার প্রবেশমুখ সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড মহাসড়কে এসময়ে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিম বারী ড্যানি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রনকুল ইসলাম টিপু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সহ-সভাপতি শাকিল হাসান, যুগ্ম সাধারণ সাজ্জাদ হোসেন আতাউর মেম্বার, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাতা আলম রতনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button