মধ্যরাতে নূরের বাসায় পুলিশের তল্লাশি ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসভবনে মঙ্গলবার মধ্যরাতে পুলিশের অভিযান এবং সেখান থেকে এক নেতাকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, জুলুম-নির্যাতনের অংশ হিসেবে গতরাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসভবনে পুলিশি অভিযান এবং সেখান থেকে একজন নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আবারো প্রমাণিত হলো- দেশে সুবিচার নিরুদ্দেশ হয়ে গেছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। দেশে বিরোধী দলগুলোর রাজনীতি করার ন্যূনতম সুযোগ রাখা হয়নি।