পরিবেশবান্ধব দুগ্ধ খামার নিয়ে আইডিএফ-এসইপি’র দিনব্যাপী প্রদর্শনী

পরিবেশবান্ধব দুগ্ধ খামারের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইন্টিগ্রেটেড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) কর্তৃক বাস্তবায়িত, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় চট্টগ্রামে ৪ টি উপজেলা কর্ণফুলী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) গত ৩ বছর ধরে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আয়োজিত হয় দিনব্যাপী আইডিএফ-এসইপি প্রদর্শনী মেলা-২০২৩ ও আলোচনা সভা।

মেলা অনুষ্ঠিত হয় আব্দুল জলিল চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্কুলের অডিটরিয়ামে।

সভায় সভাপতিত্ব করেন আইডিএফ’র নির্বাহী পরিচালক জনাব জহিরুল আলম।

উক্ত মেলাটি উদ্বোধন ও সরেজমিনে পরিদর্শন করেন প্রধান অতিথি জনাব মোঃ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম।

মেলার আয়োজনে আরো যে সকল সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন তাঁরা হলেন জনাব মোঃ জসীম উদ্দীন, অধ্যক্ষ, কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ, জনাব ডাঃ জাহাঙ্গীর মাহমুদ, প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার, কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম, জনাব আলহাজ্ব জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান, শিকলবাহা, কর্ণফুলী, চট্টগ্রাম, জনাব মিলন কান্তি দাশ, প্রধান শিক্ষক, আব্দুল জলিল চৌধুরী বহুমুখী (কৃষি) উচ্চ বিদ্যালয়।

আয়োজিত মেলার উদ্বোধনী অধিবেশন শেষে আলোচনা সভায় সকল অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে আইডিএফ’র জোনাল ম্যানেজার জনাব শাহ আলম আগত প্রায় ১০০০ স্কুল শিক্ষার্থী এবং প্রায় ৩০০ খামারি ও অন্যান্য দর্শনার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তিনি আইডিএফ-এসইপি কর্তৃক বাস্তবায়িত প্রকল্পটি সবিস্তারে সকলের সামনে তুলে ধরেন।

আলোচনা সভার সম্মানিত অতিথিবৃন্দ জানান যে, খামারিদের উন্নয়নে আইডিএফ-এসইপি দুগ্ধ খামার প্রকল্পের আওতায় যে খামারীদের জন্য ড্রেনেজ স্থাপন, গরুর হাটে র‍্যাম্প তৈরি, কাউ কম্ফোর্ট শেড বিতরণ ও বিভিন্ন ট্রেনিং প্রদান করা হয়েছে তা সময়োপযোগী এক উদ্যোগ।

প্রধান অতিথি জনাব মোঃ মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন সকল খামারিকে শুধু দুধ বিক্রয় না করে দুগ্ধজাত বিভিন্ন পণ্য যেমনঃ দই, ঘি, মাঠা বেশি বেশি তৈরি করার জন্য উদ্বুদ্ধ করেন।

সভাপতি জনাব জহিরুল আলম তাঁর বক্তব্য সকল খামারিকে চাকরি করার চেয়ে চাকরি সৃষ্টি করে মাইক্রোএন্টারপ্রাইজ গড়ে তোলার ব্যাপারে অনুপ্রাণিত করেন। আলোচনা সভার সঞ্চালনা করেন নাজমুন নাহার, ডকুমেন্টেশন অফিসার, আইডিএফ।

এছাড়াও আইডিএফ এর পক্ষ থেকে শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে জানানোর জন্য এসইপি প্রকল্প পরিদর্শন করার জন্য আমন্ত্রণ জানান।

উল্লেখ্য প্রদর্শনী মেলায় খামারিদের পণ্য সংবলিত মোট ১২ টি স্টল ছিলো।

অংশগ্রহণকারী সকল খামারীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও ৪ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ খামারি হিসেবে নূর নাহার বেগমকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button