পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি মঞ্জুর ৫৯তম জন্মদিন পালন করলেন
সোনারগাঁ প্রতিনিধিঃ৩০শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা নোয়াবপ্লাজার ৩য় তলায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির কার্যালয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য বারদী ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সভপতি ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সিনিয়র সহসভাপতি রাশেদ উদ্দীন আহমেদ মঞ্জু এর ৫৯তম জন্মদিন উপলক্ষে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন – সংগঠনে পক্ষে থেকে রাশেদ উদ্দীন মঞ্জু ভাইকে অত্যান্ত ভালোবেসে অন্তরের অন্তরস্থল থেকে শুভ জন্মদিনে জানায় আল্লাহ্ যেন তাকে নেক হায়াত দান করেন এবং তার শারীরিক উন্নতি ও মঙ্গল কামনা করে আল্লাহ্ তায়ালার কাছে দোয়া চেয়েছেন। তিনি তার রাজনৈতিক জীবনে বারদী ইউনিয়নেসহ আশে -পাশের এলাকার জনসাধারনদের সামাজিক ভাবে যে কোন কাজ কর্মে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা এই হৃদয়বান ব্যক্তির উত্তর উত্তর সফলতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, পরিচালক শফিকুল ইসলাম শফিক,মহাসচিব মীযানুর রহমান রহমান, এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সভাপতি সরদার এম,এ,মহিন,স্বদেশ প্রতিদিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সুমন আল হাসান, দৈনিক খোলা কাগজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মীমরাজ হোসেন রাহুল এবং দৈনিক ভোরের সময় পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোক্তার হোসেন সহ প্রমুখ।