দিন দুপুরে ব্যবসায়ী কে ছুরি আঘাতে হত্যার চেষ্টা
দিন দুপুরে ব্যবসায়ী কে ছুরি আঘাতে হত্যার চেষ্টা
বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছুরি আঘাতে গুরুত্ব আহত ব্যবসায়ী। মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা বাড়ী মজলিস গ্রামে এই ঘটনা ঘটে। আহত ভাতিজা ইয়াসিন হোসেন নির্ঝর (৩৪) ও তার পিতা ফজল মিয়া ও চাচা দুলাল মিয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মোগড়াপাড়া এই ঘটনায় ৭ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞত নামা আসামী করে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী ইয়াসিন হোসেন নির্ঝর। বর্তমানে গুরুতর আহত দুলাল মিয়া ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসাধীন রয়েছে। আসামীরা হলেন,
মোঃ রাজ্জাক (৬০), পিতা-মৃত মোঃ হাশেম প্রধান, ২। মোঃ মেহেদী (২৫), পিতা-মোঃ রাজ্জাক,
৩ । মোঃ মহসীন (৫৫), পিতা-মৃত হাশেম প্রধান, ৪। মোঃ ইমদাদ হোসেন (৫৫), পিতা-মহিউদ্দিন
প্রধান, ৫। মোঃ জামান প্রধান (৪৫), পিতা-মৃত মজিব প্রধান, ৬। মোঃ শামীম (৪২), পিতা-
মহিউদ্দিন প্রধান, ৭। সজিব (৩৮), ৮। শাহ-আলম (৩৫), উভয় পিতা-গিয়াস উদ্দিন গেসু,অজ্ঞাত আরও ১০/১৫ জন সর্ব সাং-বাড়ী মজলীশ, পোঃ বড় নগর, ইউপি-মোগরাপাড়া, থানা-সোনারগাঁ জেলা-নারায়ণগঞ্জ,। অভিযোগ সূত্রে জানা যায়,বর্ণিত বিবাদীগনের সহিত ইয়াসিন হোসেন নির্ঝরের পিতা -মোঃ ফজল মিয়া জমি সংক্রান্তে প্রায় ১০/১২ বছর ধরে ব্যবসা করে আসতেছে। ব্যবসায়ের সুবাধে অদ্য ০৩/১০/২০২৩ খ্রিঃ সময় সকাল ১০:৩০ ঘটিকায় তার বাবা বাসা হতে ৫নং বিবাদী ১নং বিবাদীর বাড়ীতে ডেকে নিয়ে যায়। কিন্তু পূর্বে থেকেই ১নং বিবাদীর বাসায় বর্ণিত সকল বিবাদীগন সেখানে উপস্থিত ছিল।
১নং বিবাদীর বাসায় জমি বিক্রয়ের বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায় বিবাদীগণ সকলেই উত্তেজিত হয়ে আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ,চর থাপ্পার দিলে বাদী পিতা তাকে ফোন দিলে সে সহ তার চাচা মোঃ দুলাল মিয়াকে সঙ্গে নিয়ে বিবাদীর বাড়ীতে উপস্থিত হলে দেখা যায় যে, বিবাদীগণ দিশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাবাকে প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো চাকু ধারা আঘাত করলে ইয়াসিন ও তার চাচা দুলাল মিয়া ঠেকাতে গেলে আমার বাম হাতে গুরুতর জখম ও তার চাচার পেটে চাকু ঢুকে পেটের নাড়ী-ভুড়ি বের হয়ে সেখানে গুরুতর রক্তাত্ত্ব জখম হয়। ঘটনার একপর্যায় ইয়াসিন এর বাবার চিৎকার শুলে এলাকার লোকজন আসিয়া তাদের সেখান থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে,ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট। এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহবুবুর রহমান বলেন,তদন্ত চলছে,তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।