‘গণতন্ত্রকামী সব মানুষের ওপর ১৫ বছর ধরে স্যাংশন দিয়ে রেখেছে সরকার’-এবি পার্টি

গণতন্ত্রকামী সব মানুষের ওপর গত ১৫ বছর ধরে স্যাংশন দিয়ে রেখেছে বর্তমান সরকার। এমতাবস্থায় সব কিছু বন্ধ করে দেওয়ার হুমকি-ধমকি বাদ দিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বেলা ১১টায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবি পার্টির ঘোষিত কর্মসূচি পালন করতে বেলা ১১টা থেকে কালো পতাকা নিয়ে দলীয় কর্মীরা ‘বিজয় ৭১’ চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার নাগরিক অধিকার কেড়ে নিয়ে গত ১৫ বছর ধরে গণতন্ত্রকামী সব মানুষের ওপর স্যাংশন দিয়ে রেখেছে। স্বাধীন মতপ্রকাশ ও ভোট দানের অধিকার তো দূরের কথা সরকার এখন হুমকি দিচ্ছে তারা আমাদের গ্যাস, বিদ্যুৎ, পানি সবকিছু নাকি বন্ধ করে দেবে।

সমাবেশে বিশেষ বক্তা ছিলেন- এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, দিল্লিতে প্রটোকলের তোয়াক্কা না করে আগবাড়িয়ে সেলফি তুলে, ওয়াশিংটনে বাইডেন দম্পতির সঙ্গে ডিনার খেয়েও প্রধানমন্ত্রীর শেষ রক্ষা হয়নি।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ভিসা নিষেধাজ্ঞা যেমন ঠেকানো যায়নি, তেমনি তথ্য উপদেষ্টার লুটের সম্পত্তিও বাজেয়াপ্ত করা বন্ধ করা যায়নি। দরবেশ বাবাসহ ফ্যাসিবাদী শাসনের অনেক সহযোগীর বাড়িতে এখন শোকের মাতম চলছে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, সারা দেশ যেমন কয়েক দিনের বর্ষার পানিতে ভিজে চুপসে গিয়েছে; বর্তমান সরকারের দীর্ঘদিনের সীমাহীন দুর্নীতি লুটপাট নৈরাজ্য গুম খুন ও স্বজনপ্রীতিতে দেশ ডুবে আছে।

সমাবেশে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, গাজীপুর জেলা আহবায়ক আমজাদ খান, মহানগর আহবায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button