সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগ নেতা মুন্নার নেতৃত্বে অবরোধবিরোধী শান্তি মিছিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপি ও জামায়াতের এক দফা দাবি আদায়ের হরতাল-অবরোধ ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে

শান্তি মিছিল করেছে নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৬ নভেম্বর) সকালে নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তানভীর কবির মুন্নার নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি বের হয়। মিছিলটি কদমতলী গ্যাসলাইন এলাকা থেকে শুরু হয়ে চিটাগাং রোড রেন্টকারের সামনে এসে নেতাকর্মীরা অবস্থান নেন। পরে থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে পুনরায় প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নেয়।

এসময় নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তানভীর কবির মুন্না বলেন, হরতাল অবরোধের নামে বিএনপি- জামায়াত কোন প্রকার নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় মাঠে ছিলাম আছি এবং থাকবো। আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের অভিভাবক নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের নেতৃত্বে ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার নির্দেশনায় সকল অপশক্তির বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি। অবরোধের নামে কোনো নাশকতা নৈরাজ্য বিএনপি-জামায়াতকে করতে দেওয়া হবে না। আমরা আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছি। বিএনপি জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকেই বিএনপি জামায়াতের নৈরাজ্য মোকাবিলা করবো ইনশাআল্লাহ।

এসময় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা সবুর, টিপু গাজী, হাসনাত রাসেল সহ সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button