বাফুফে থেকে পদত্যাগ করলেন কাজী সালাউদ্দিন
গোলাম কাওকাব, হাজীগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর:
দীর্ঘ ১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। গত বছর এ দায়িত্ব ছাড়েন তিনি। মুর্শেদী চলে যাওয়ায় এই দায়িত্ব নেন বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দীন। হঠাৎ করে ব্যাক্তিগত কারণ দেখিয়ে আজ এক বছরের মাথায় লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়ছেন তিনি। তার স্থানে নতুন চেয়ারম্যান বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান।
বৃহস্পতিবার বাফুফের আকস্মিক সংবাদ সম্মেলনে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দীন বলেন, ‘আজকে আমাদের এখানে আছেন ভাইস প্রেসিডেন্ট ইমরুল সাহেব ( বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান) আছেন। ওনাকে আমি এ বছর থেকে দায়িত্ব হস্তান্তর করছি। এখন থেকে যে পেশাদার লিগগুলো হবে, বিপিএল,বিসিএল সবগুলো তার অধীনে হবে। সে আমাদের নতুন চেয়ারম্যান।’
নতুনভাবে দায়িত্ব পাওয়া ইমরুল হাসান ক্রীড়া সংগঠক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের সভাপতি।