প্রভাষক আর সহকর্মীর কর্মকান্ডে হতভম্ব শিক্ষার্থী ও অভিভাবকগণ
![](https://dailynayeralo.com/wp-content/uploads/2023/12/received_245547911656544.jpeg)
প্রভাষক আর সহকর্মীর কর্মকান্ডে হতভম্ব শিক্ষার্থী ও অভিভাবকগণ
গোলাম কাওকাব
হাজীগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর
১ডিসেম্বর ২০২৩, শুক্রবার
স্ত্রী- সন্তান থাকার পরও গোপনে সহকর্মীকে বিয়ে করে ফেঁসে গেছেন চাঁদপুর জেলার সুনামধন্য হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অ্যাকাউন্টিং বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেন।
সম্প্রতি প্রথম স্ত্রীকে নির্যাতন সহ এক বছরের সন্তানের খোঁজখবর না রাখা এবং ‘যৌতুক দাবি’র অভিযোগে দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর হোসেন নামের এ প্রভাষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা।
শিক্ষকের এমন কর্মকান্ডে বিচলিত সাধারণত মানুষ।
অভিযোগ সূত্রে জানা যায়, বড়কুল গ্রামের শহীদুল্লাহ’র ছেলে ও বর্তমান হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ঢাকা ডেমরা থানার সারুলিয়া এলাকার আবুল হোসেন খন্দকারের মেয়ে রোকসানা ইয়াছমিনের। তাদের সংসারে এক বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। এরই মধ্যে তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষিকা শারমিন আক্তারের সঙ্গে; যা গড়ায় বিয়ে পর্যন্ত। বিয়ের পর প্রথম স্ত্রীকে তাড়াতে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছিল। আদালতের আদেশের প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করেছি।