আল্লাহর হুকুমে পাঁচ মাস আগে নির্বাচন হচ্ছে: হাইকোর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা নিয়ে আনা রিটের ওপর প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। শুনানিতে রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দকে আদালত প্রশ্ন করেন, আপনি কেন নির্বাচন নিয়ে সংক্ষুব্ধ হলেন? ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বলেন, পাঁচ মাস আগে যে নির্বাচন হচ্ছে, সেটা আল্লাহর হুকুমেই হচ্ছে। কারণ সবকিছু তার হুকুমেই হয়।
আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট করেন।
আদালতের রিটের পক্ষে রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন। তিনি জানান, কালও শুনানির জন্য থাকবে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
তিনি বলেন, আবেদনে জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় ১৫ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। গত ২৮ নভেম্বর ড. ইউনুছ আলী আকন্দ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছাতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণের দাবি করা হয়। পদক্ষেপ না নেয়ায় সে ধারাবাহিকতায় হাইকোর্টে রিট করেন ইউনুছ আলী আকন্দ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল গত ৩০ নভেম্বর।