হাজীগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ
গোলাম কাওকাব, হাজীগঞ্জ প্রতিনিধি
হাজীগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে
হাজীগঞ্জ উপজেলার পূর্ব কালোচোঁ ইউনিয়নে জোরপূর্বক সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় মিলন মজুমদার বাদী হয়ে কিসমত হোসেন মজুমদার ও মামুন মজুমদার’সহ অজ্ঞাত ৪/৫ জনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।
শনিবার সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে ইউনিয়নের মাড়কী মজুমদার বাড়ীতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরে আলম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৩নং কালোচোঁ ইউনিয়নের মাড়কী মৌজার ৮৩ নং খতিয়ানভুক্ত ৮৯৫ দাগের নাল ৩৬ শতাংশ ভূমির ১৬.৫ শতাংশ ভূমি দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে কিসমত হোসেন মজুমদার ও মামুন মজুমদার। এছাড়াও অভিযুক্তরা রোপণকৃত দু’টি কড়ই গাছের চারা তুলে ফেলে।
এ বিষয়ে ভুক্তভোগী মিলন মজুমদার বলেন, জোরপূর্বক দখল’সহ গাছের চারা তু্লে ফেলতে দেখে কিসমত ও মামুনদের বাঁধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।
এ বিষয়ে স্থানীয় ভাবে একাধিকবার শালিসি বৈঠক হওয়ার পরও কোন সমাধান মিলে নি। তাই তিনি নিজের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন।