বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্বের ৬ মানবাধিকার সংগঠন এর উদ্বেগ
১২’ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক ; শেখ মঈনুল আজাদ
বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবং ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে নাগরিক পরিসর সংকুচিত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার নিয়ে কাজ করা বিশ্বের ছয়টি সংগঠন।
সংগঠনগুলো হলো রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস (আরএফকেএইচআর), ক্যাপিটল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট (সিপিজেপি), দ্য ইউনাইটেড অ্যাগেইনস্ট টর্চার কনসোর্টিয়াম (ইউএটিসি), এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্সেস (এএফএডি), অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এডিপিএএন) ও ইন্টারন্যাশনাল কোয়ালিশন অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (আইসিএইডি)। এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ জানায় এই ছয় সংগঠন।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিরোধীদের সমন্বিত বিক্ষোভ-সমাবেশের পর গত অক্টোবরের শেষের দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রতিবাদ ও রাজনৈতিক ভিন্নমত দমনে সহিংসতার আশ্রয় নিয়েছে। এই দমনপীড়নের জেরে একজন সাংবাদিকসহ ১৭ জন নিহত হয়েছেন। প্রায় ৮ হাজার ২৪৯ বিরোধী নেতা-কর্মী আহত হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, একটি সুষ্ঠু, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সমাজের জন্য বাংলাদেশের জনগণ সংগ্রাম করছে। তারা (ছয় সংগঠন) বাংলাদেশের জনগণের পাশে আছে। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করে সহিংসতা, দমনপীড়ন, ভয় দেখানো অবিলম্বে বন্ধের জন্য তারা জোরালোভাবে আহ্বান জানাচ্ছে। তাই তারা বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানাচ্ছে—
অবিলম্বে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করুন। মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকার নিশ্চিত করুন। জীবন, স্বাধীনতা, ব্যক্তিগত অখণ্ডতার অধিকারের প্রতি শ্রদ্ধা দেখান। এগুলো সুরক্ষিত করুন।
অবিলম্বে ও নিঃশর্তভাবে সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করুন। নির্বিচারে আটক সব কর্মী ও বিরোধী দলের সদস্যকে মুক্তি দিন। সুষ্ঠু ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করুন।
ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত করুন। বিশেষ করে মৃত্যু ও নির্যাতনের অভিযোগ-সংশ্লিষ্ট বিষয়ে।
নাগরিকদের গোপনীয়তা ও অধিকার রক্ষা করে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ নিশ্চিত করতে উপাত্ত সুরক্ষা আইনের খসড়া পুনর্মূল্যায়ন ও সংশোধন করুন।
উপরন্তু, ছয়টি সংগঠন বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দেশটিতে মৌলিক অধিকার রক্ষার পক্ষে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে।
সূত্র – ডয়েচেভেলে