সোমবারের হরতাল হবে মঙ্গলবার ১৯ ডিসেম্বর: বিএনপি
বিএনপির পূর্বঘোষিত সোমবারের হরতাল পিছিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডাকা হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানান।
তিনি আরও জানান, শনিবার কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। তার মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রাষ্ট্রীয় শোক পালন করবে। সেই কারণে বিএনপি হরতাল এক দিন পিছিয়েছে।
বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, কুয়েতের আমিরের প্রতি সম্মানার্থে তাঁরা হরতালের তারিখ পরিবর্তন করেছেন। বিএনপি ও সমমনা দলের পক্ষ থেকে হরতালের এই তারিখ বদল করা হয়েছে।