অর্ধ কোটি টাকার স্কুল ভবনে নিম্নমানের কাজ: খসে পড়ছে আস্তর
গোলাম কাওকাব হাজীগঞ্জ প্রতিনিধিঃ অর্থ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন।
তবে সেই ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। চারদিন আগের কংক্রিটের ঢালাইকৃত ড্রপ ওয়াল এখন খসে পড়ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের করা এই নিম্নমানের কাজের তদারকি না থাকায় এমন অনিয়ম হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কলাম এবং ট্রপ ওয়ালে পরিমাণ মতো সিমেন্ট ব্যবহার না করায় হাতের সামান্য টানেই খসে পড়ছে কংক্রিটের ঢালাইকৃত ড্রপ ওয়াল।
উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মাঈনুল হোসেনের তদারকীতে ৫১ লাখ ৫৬ হাজার ৮’শ টাকা ব্যয়ে বিদ্যালয়টির নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান স্বাধীন বাংলা কর্পোরেশন। এই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল। ঠিকাদারি এই প্রতিষ্ঠানের কাজের এমন অনিয়মে ক্ষিপ্ত এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি এই ঢালায় ভেঙ্গে পুনরায় স্বচ্ছ কাজে নির্মাণ করা হোক বিদ্যালয়ের ভবনটি।
জানতে চাইলে সোনাইমুড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ খান জানান, হাতের সামান্য টানে নির্মিত ড্রপ ওয়াল ভেঙ্গে যাওয়ার দৃশ্য দেখে উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিবে।
জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. মাঈনুল হোসেন জানান, অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সিমেন্ট কোম্পানি ও কাজের মান যাচাইয়ের এক্সপার্ট নিয়ে পরিক্ষা-নিরিক্ষা শেষে ব্যবস্থা নেয়া হবে।