নৌকা মার্কার পক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আহবায়ক লিটনের শোডাউন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আগামী ০৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমানকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার লক্ষ্যে নৌকার মার্কায় ভোট চেয়ে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আহবায়ক লিটন আহাম্মেদ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) বিকেল চারটায় নাসিক ৬নং ওয়ার্ড এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনগণকে নিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সাউন্ড সিস্টেম ও ঢাক ঢোল বাজনা বাজিয়ে বিশাল শোডাউন করে সাধারণ মানুষের কাছে নৌকার মাঝি একেএম শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করেন লিটন আহাম্মেদ।
এসময় সকল নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনার নৌকা, শামীম ভাইয়ের নৌকা, উন্নয়নের মার্কা নৌকা নৌকা। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশ। তাঁতীলীগের নেতাকর্মীরা নৌকার প্রার্থী শামীম ওসমানের হয়ে নৌকা এবং ব্যানার হাতে ভোট চেয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত রাখেন এলাকার অলিগলি। এর পাশাপাশি আওয়ামী লীগ সরকার কর্তৃক উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকাকে জয়ী করার আহবান জানানো হয়।