চাঁদপুরে নির্বাচন উপলক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এর সভা অনুষ্ঠিত
গোলাম কাওকাব
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এর সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখ চাঁদপুর জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এর সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব কামরুল হাসান।
উক্ত সভায় সঞ্চালনা করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদস্য সচিব, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম।
সম্মানিত সদস্যবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, সিভিল সার্জন, অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজ, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা নির্বাচন অফিসার, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা শিক্ষা অফিসার, সভাপতি, প্রেস ক্লাব, চাঁদপুর।
সভায় পরিপত্র-৯ এর আলোকে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের দায়িত্ব ও কর্মপরিধি বণ্টন করা হয়।