সনমান্দী ইউনিয়নে মারবদীতে কায়সার হাসনাতের পক্ষে নৌকার নির্বাচনী সভা

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নৌকার প্রার্থীর নির্বাচনী সভা অনু্ষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার সন্ধ্যায় নির্বাচন সনমান্দী ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার মেম্বারের আয়োজনে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনু্ষ্ঠিত হয়। অনুষ্ঠানে সনমান্দী ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ইসহাক মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নজরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, এডভোকেট গোলজার হোসেন বাচ্চু, এটিএম মোতালিব মাষ্টার, আক্তার হোসেন, দেলোয়ার মেম্বার, মিনা, মেম্বার, ছাত্রলীগনেতা নিয়ন সুমন, হাসানুজ্জামান কিরণ, আশরাফুল ইসলাম সোহান, সাব্বির, ছিয়াম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সনমান্দী ইউনিয়ন সভাপতি সাজ্জাদ হোসেন সোহাগসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button