স্বাধীনতার পর দেশের সব সরকার লুটপাট করেছে: সৈয়দ বাহাদুর শাহ্
গোলাম কাওকাব
হাজীগঞ্জ প্রতিনিধি
চাঁদপুর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও চাঁদপুর-৫ আসনের চেয়ার প্রতীকের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ বলেছেন, স্বাধীনতার পর থেকে ৫২ বছর যত সরকার এসেছে, শুধু তাদের নিজেরাই দেশের সম্পদ লুটপাট করে খেয়েছে।ইতোপূর্বে এক জরিপে বাংলাদেশে মধ্যে ১৫ বছরে প্রায় ৯২ হাজার কোটি টাকা রক্ষক লুটপাট হয়ে গেছে। এই জনগণের কল্যাণে ব্যায় হলে পৃথিবীর উন্নত রাষ্ট্র হতো বাংলাদেশ।
শুক্রবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে চেয়ার প্রতীক নিয়ে মিছিল ও পথসভায় তিনি এই কথা বলেন। এর আগে তিনি হাজীগঞ্জ ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে মিছিলটি বের হয়।
এ সময় নেতা-কর্মীদের শ্লোগানে শ্লোগানে ব্যানার, পেস্টুন ও পোস্টার নিয়ে মিছিলে অংশ নেয়।