নারায়ণগঞ্জ-৩ সোনারগা আসনে ব্যালট পেপারে যে সব প্রতীক থাকছে
আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরইমধ্যে নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই পাড়া-মহল্লায় ওলিতে-গোলিতে গণসংযোগ, উঠান বৈঠক, জনসভাসহ নানান উপায়ে প্রার্থীরা ভোটারদের মন জয় করার প্রচেষ্টা চালিয়েছেন। কোন প্রার্থী ভোটারদের মন ছুয়ে যেতে পেরেছেন তার প্রতিফলন হবে ভোটগ্রহণের দিন। পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে আগামীকাল রোববার (৭ জানুয়ারী) ব্যালট প্যাপারে প্রার্থীর প্রতীকে সিল দিবেন ভোটাররা।
নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী আছে ৮ জন। ব্যালট পেপারে এই প্রার্থীদের যে প্রতীক থাকছে:
১. আওয়ামী লীগ থেকে- আবদুল্লাহ আল কায়সার, প্রতীক- নৌকা
২. জাতীয় পার্টি থেকে- লিয়াকত হোসেন খোকা, প্রতীক- লাঙ্গল
৩. বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে- মো. মজিবুর রহমান মানিক, প্রতীক- ফুলের মালা
৪. বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে- মোহাম্মদ আসলাম হোসেন, প্রতীক- একতারা
৫. বিএনএম থেকে- এবিএম ওয়ালিউর রহমান খান, প্রতীক- নোঙ্গর
৬. বিকল্প ধারার বাংলাদেশ থেকে- নারায়ণ দাস, প্রতীক- কুলা
৭. মুক্তিজোট থেকে- মো. আরিফ, প্রতীক- ছড়ি
৮. স্বতন্ত্র হয়ে- এ.এইচ.এম মাসুদ, প্রতীক- ঈগল
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন। মহিলা ভোটার ১ লাখ ৬৭ হাজার ৪৮৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ১৪৯ জন।