না.গঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে ব্যালট পেপারে যে সব প্রতীক থাকছে
আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরইমধ্যে নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই পাড়া-মহল্লায় ওলিতে-গোলিতে গণসংযোগ, উঠান বৈঠক, জনসভাসহ নানান উপায়ে প্রার্থীরা ভোটারদের মন জয় করার প্রচেষ্টা চালিয়েছেন। কোন প্রার্থী ভোটারদের মন ছুয়ে যেতে পেরেছেন তার প্রতিফলন হবে ভোটগ্রহণের দিন। পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে আগামীকাল রোববার (৭ জানুয়ারী) ব্যালট প্যাপারে প্রার্থীর প্রতীকে সিল দিবেন ভোটাররা।
নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী আছে ৮ জন। ব্যালট পেপারে এই প্রার্থীদের যে প্রতীক থাকছে:
১. আওয়ামী লীগ থেকে- একেএম শামীম ওসমান, প্রতীক- নৌকা
২. তৃণমূল বিএনপি থেকে- মো. আলি হোসেন, প্রতীক- সোনালী আঁশ
৩. জাকের পার্টি থেকে- মূরাদ হোসেন জামাল, প্রতীক- গোলাপ ফুল
৪. বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে- সেলিম আহমেদ, প্রতীক- একতারা
৫. বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে- হাবিবুর রহমান, প্রতীক- চেয়ার
৬. ন্যাশনাল পিপলস পার্টি থেকে- শহিদ উন নবী, প্রতীক- আম
৭. বাংলাদেশ কংগ্রেস থেকে- গোলাম মোর্শেদ রনি, প্রতীক- ডাব
৮. জাসদ থেকে- মো. ছৈয়দ হোসেন, প্রতীক- মশাল
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন। মহিলা ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। পুরুষ ভোটার ৩ লাখ ৫২ হাজার ৪৪১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।