চট্টগ্রামে চান্দগাঁও এলাকায় বিএনপি কর্মীদের অবস্থান
০৭ জানুয়ারি ২০২৪, রবিবার
রিপোর্টার : মোঃ রাইন চৌধুরী,বাকলিয়া থানা প্রতিনিধি, চট্টগ্রাম।
আজ সকাল সাড়ে আটটায় চট্টগ্রামের চান্দগাঁও এলাকার মৌলভি পুকুর পাড়ে হরতালের সমর্থনে বিএনপির নেতা–কর্মীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে আরকান সড়কে অবস্থান নেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। আজ সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনার সম্মুখীন হন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুষ্ঠু নির্বাচন হতে না দেওয়া এবং চলমান হরতালের সমর্থনে সকাল সাড়ে আটটার দিকে মৌলভী পুকুর পাড় এলাকার আরাকান রোডে অবস্থান করেন বিএনপির প্রায় দেড় শ নেতা-কর্মী। এ সময় ভোট বর্জনের দাবিতে স্লোগান দেন বিএনপির নেতাকর্মী রা।
এসময় সড়কে উপস্থিত বিএনপির নেতাকর্মী রা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বিএনপির নেতা-কর্মীরা এ সময় মিছিল করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করেন।
এরপর পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।চান্দগাঁও থানার আরাকান সড়কটি পড়েছে চট্টগ্রাম-৮ আসনে। এই আসনে ১০ জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের কোনো প্রার্থী নেই।
স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের দুজন নেতা ও লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির এক প্রার্থী। আরাকান সড়কের কাছাকাছি থাকা তিনটি ভোটকেন্দ্র হলো—হাজেরা তাজু ডিগ্রি কলেজ, হামিদিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও আল হেকমা ইন্টারন্যাশনাল স্কুল