হাজীগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
গোলাম কাওকাব, হাজীগঞ্জ প্রতিনিধিঃ
হাজীগঞ্জে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
সোমবার দুপুরে উপজেলার আলীগঞ্জ এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
এসময় তিনি বলেন, হাজীগঞ্জ এর আলীগঞ্জ এলাকায় নোংরা পরিবেশের কারণে বেকারি ও মেয়াদউত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাজীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।