শামীম ওসমান এমপি নির্বাচিত হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আহবায়ক লিটন আহাম্মেদের শুভেচ্ছা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোট পেয়ে ৪র্থ বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব একেএম শামীম ওসমান কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আহবায়ক লিটন আহাম্মেদ।
রবিবার (০৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব একেএম শামীম ওসমান।
গণমাধ্যমে দেয়া এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় লিটন আহাম্মেদ বলেন, নারায়ণগঞ্জ-০৪ আসনে সংসদ সদস্য হিসেবে শামীম ওসমান তার সংসদীয় আসনে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন তা অবীস্মরণীয়। তিনি জলাবদ্ধতা নিরসনে আপ্রাণ চেষ্টা করে চলছেন, তিনি মাদক সমস্যা সমাধানে ব্যাপক তৎপর। তিনি ফতুল্লায় এমন কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন যা সম্পূর্ণ হলে পুরো ফতুল্লার চেহারাই পাল্টে যাবে। তিনি নারায়ণগঞ্জের মানুষকে নিয়ে ভাবেন। তিনি নারায়ণগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন। তাই নারায়ণগঞ্জের মানুষ তাকে আপন করে নিয়েছে। শত বাধা বিপত্তি আশঙ্কার পরও ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। এই অঞ্চলের মানুষ শামীম ওসমানকে যে কতটা ভালোবাসে তারা ভোটের মাধ্যমে তা আরেকবার প্রমাণ করে দিয়েছে।
লিটন আরও বলেন, আধুনিক নারায়ণগঞ্জের রূপকার জননেতা একেএম শামীম ওসমান শুধু উন্নয়ন-ই করেন নি, তিনি নারায়ণগঞ্জকে কলঙ্ক মুক্ত করেছেন। ১৯৯৬ সালে থেকে এ পর্যন্ত তিনি কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড, জলাবব্ধ ডিএনডি প্রকল্প উন্নয়ন, এনালগ থেকে ডিজিটাল টেলিফোন একচেঞ্জে রূপান্তর করাসহ টানবাজারের পতিতালয় উচ্ছেদ করে নারায়ণগঞ্জের মানুষকে কলঙ্ক মুক্ত করেছেন শামীম ওসমান।আওয়ামীলীগের রাজনীতিতে নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিকল্প নাই। বিপদ/আপদসহ নানা সংকটে শামীম ওসমানই একমাত্র কর্মীদের আশ্রয়স্থল।
সর্বশেষ তিনি বলেন, আমি শামীম ওসমানকে পুনরায় বিজয়ী হওয়ায় অভিনন্দন জানাই এবং যারা শামীম ওসমানকে এসে ভোট দিয়েছেন সেসব ভোটারদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা।