নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আগামী ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত গৃহিত হয়। তবে, নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি এখনো পরিস্কার করেনি বিএনপিপন্থী আইনজীবীরা।

আইনজীবী সমিতির সেলিম ওসমান বার ভবনে আয়োজিত ওই সভার সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।

জানা গেছে, ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেলিম ওসমান বার ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গতবারের মত এবারও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আশরাফ হোসেন, অ্যাডভোকেট আবদুর রহিম, অ্যাডভোকেট মেরিনা বেগম এবং অ্যাডভোকেট সুখ চাঁদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট ইমদাদুল হক তারাজুদ্দিন, অ্যাডভোকেট নুরুল হুদা এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button