হাজীগঞ্জে ট্রাক ও মাইক্রো গাড়ীর সংঘর্ষ, আহত ৭
গোলাম কাওকাব, হাজীগঞ্জ প্রতিনিধিঃ হাজীগঞ্জে মাইক্রো ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৭জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন স্থানীয়রা।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাঁঠালী বাদামতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। এসময় সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে যানযটের সৃষ্টি হয়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং সড়কে যান চলাচলে স্বাভাবিক করে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় পতিত মাইক্রো ও বালুবাহী ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয়রা জানায়, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা কচুয়া গামী বালু বাহী ট্রাক ও কচুয়া থেকে ছেড়ে আসা হাজীগঞ্জ গামী মাইক্রো গাড়িটি কাঁঠালী বাদামতলী বাজারে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় গাড়ীতে থাকা অজ্ঞাত সাত আরোহীরদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয়রা আরো বলেন, বালুবাহী ট্রাকের অদক্ষ চালকদের কারনে প্রায়ই এখানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটে এবং হতাহতের ঘটনা ঘটে।