মাঘের শীতে কাহিল উত্তরের জনজীবন
উত্তরের কয়েক জেলায় এখনো বইছে মৃদু শৈত্য প্রবাহ। কুয়াশা আর হিমেল বাতাসে নাকাল জনজীবন। মাঘের শীত আর ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিপর্যস্ত খেটে খাওয়া ও ছিন্নমূলদের জীবন। শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহীতে হাড় কাঁপানো শীতে স্থবির জনজীবন। ঘন কুয়াশায় জনদুর্ভোগ বেড়েছে আরো। এরমধ্যেই চলছে শ্রমজীবীদের বেঁচে থাকার সংগ্রাম।
কুড়িগ্রামে টানা ১১ দিন দেখা নেই সূর্যের। জেলার ১৬টি নদ-নদী তীরবর্তী চারশ’ চরাঞ্চলে তীব্র শীতে কষ্ট পাচ্ছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ।
ঠাণ্ডা বাতাস ও কনকনে শীতে বিপর্যস্ত উত্তরের আরেক জেলা নাটোরের জনজীবনও। সারাদিন সূর্য্যের দেখা না মেলায় ব্যাহত হচ্ছে দৈনন্দীন কাজ। শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা।
গুড়ি গুড়ি বৃষ্টির পর শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশায় বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা ছিন্নমূল মানুষের।
শীতের দাপট দিনাজপুরেও। কুয়শার কারণে দিনের বেলাও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে নড়াইলে। সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে কাহিল জনজীবন। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে।