ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে কম্বল বিতরণ
ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ২০২৪ কার্যক্রম সম্পন্ন।
২১ জানুয়ারি রাতে ৮ সদস্যদের একটি টিম বিভিন্ন স্থানে ঘুরে রাস্তায় থাকা অসহায় দরিদ্র মানুষদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে।
প্রবল শৈত্য প্রবাহের বাতাসে কাহিল হতদরিদ্র মানুষদের শীতের কষ্ট নিবারণের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী বিজয়া ইসলাম, যুগ্ম সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, সাংগঠনিক সম্পাদক মাহমুদ সারোয়ার রনি, মিডিয়া সেল এর সমন্বয়কারী মো. রাকিবুল হাসান, আদমজী ইউনিটের কর্মশালা বিষয়ক সম্পাদক আশরাফী ইসলাম, নাজিমউদ্দীন ভূইয়া কলেজ ইউনিটের অর্থ সম্পাদক তন্ময় সাহা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা ও সুজন বন্ধু সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জারিফ অনন্ত।
আরো উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কার ও জাতীয় যুগ্ম সমন্বয়কারী বাশরী ইসলাম।