এসো বন্ধু পাশে থাকি স্লোগানে মদনপুরে বন্ধু মহলের হাস পার্টি

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নের এস এম কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল মাঠে এসো বন্ধু পাশে থাকি শ্লোগানে সৃজনশীল বন্ধু মহলের আয়োজনে হয়ে গেলো ভিন্ন স্বাদের হাস পার্টি।

ভরপুর আড্ডায় হাস পার্টি আয়োজনটি আনুষ্ঠানিকতায় নিয়ে আসে বন্ধুবর গাজী শাহ আলম। তাঁরই সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আলীনুর, আব্দুল মতিন মেম্বার, দেলোয়ার হোসেন বাবু মেম্বার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, বিল্লাল হোসেন, মাসুদ, মাহি, ইকবাল হোসেন, সাইফুল, নবিউর, তোফাজ্জল হোসেন, রনিত, প্রনব বনিক, ইমরান, কাব্য জসিম, ফজলুল হক ভূইয়া, রাজিব, সাগর খান, আল-আমিন সরকার, রায়হান রাসেল, জিয়াউল সহ অন্যান্য।

বন্ধুত্বের বন্ধনে ৯ ফেব্রুয়ারি টক ঝাল মিষ্টিতে আয়োজনটি ছিল চোখ ধাঁধানো মনমাতানো অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button