জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষনের ঘটনায় বিচার দাবীতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষনের ঘটনার  সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মানববন্ধন অনুষ্ঠিত

সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষনের ঘটনার  সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মানববন্ধন অনুষ্ঠিত
আজ ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় আশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সহ সভাপতি হাছিব আহমেদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জান্নাত নিপু, পাঠচক্র বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম, অর্থ সম্পাদক জান্নাত পায়েল প্রমুখ। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু।
নেতৃবৃন্দ বলেন, দেশের সুপরিচিত বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা আমাদের জন্য লজ্জাজনক৷ বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞান চর্চার স্থান সেখানে গনধর্ষনের মত ঘটনা এটাই প্রমান করে যে এই নিপীড়কদের হাতে সারা দেশ অরক্ষিত। বিভিন্ন মিডিয়ায় এসেছে ঐ ঘটনার প্রধান অভিযুক্ত ব্যাক্তি এর পূর্বেও বিশ্ববিদ্যালয়ে ধর্ষনের সাথে জড়িতছিলো যা ধামাচাপা দেয়া হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদক ব্যবসার সাথে জড়িত বলেও অভিযোগ এসেছে। এমন একজন চিহ্নত সন্ত্রাসী কিভাবে বিশ্ববিদ্যালয় এতদিন ধরে তার অপরাধী চক্র চালিয়ে যেতে পারলেন৷ তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পদধারী নেতা বলে আমরা জানতে পেরেছি।  তিনি ছাত্রলীগের রাজনৈতিক ছত্রছায়ায় থেকেই এসব অপকর্ম চালিয়ে যেতে পেরেছেন । তাই শুধু দুই একজন অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দিয়েই দেশ থেকে ধর্ষন, মাদক কারবারি, হল দখল নিয়ন্ত্রণ করা যাবে না। এসকল অপকর্মের রাজনৈতিক ক্ষমতার উৎসকে চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে৷
নেতৃবৃন্দ অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপিড়ীত বিরোধী সেল গঠন করা সহ ধর্ষনের রাজনৈতিক ক্ষমতা উৎক্ষাতে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button