জামালখানে হিযবুত তাহরীর পোস্টারিং!
সাজিদ সামী চৌধুরী
চট্টগ্রাম ব্যুরো প্রধান, দৈনিক ন্যায়ের আলো
জামালখান, ফেব্রুয়ারী ১১,২০২৪—দীর্ঘদিন ধরে উধাও থাকার পরে আবারও জেঁকে বসেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নামে খ্যাত উগ্রবাদী সংগঠন হিযবুত তাহরী/উলাই’য়াহ্ বাংলাদেশ। চট্টগ্রামের জামালখানের বিভিন্ন অলিতে-গলিতে পোস্টার লেপে নিজেদের অস্তিত্বের পুনরুত্থান জাহির করছে এই উগ্রবাদী ফ্যাসিস্ট সংগঠন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বৃহস্পতিবারে রাত ১২টার পরে কিছু নবাগত হুজুরের আনাগোনা দেখা মেলে এসব এলাকায়। তাদেরকে আগে কেউই কখনোই দেখে নি।।তারা গোপনে পোস্টার লেপে পালিয়ে যায়।
আহমেদ জামান সরকার নামক এক অভিভাবক দৈনিক ন্যায়ের আলোকে বলেন, “খিলাফত পুনরুদ্ধারের গল্প শুনিয়ে তারা এ ধরনের ধর্মভীরু মুসলিম জনগোষ্ঠীকে ভুল পথে পরিচালিত করার পরিকল্পনা করছে। এসব সংগঠনে যুক্ত হয়ে নিষ্কলুষ শিশু কিশোরগণ ধর্মের নামে ধ্বংসযজ্ঞে জড়িয়ে যাবে।”
এছাড়াও এ ব্যাপারে আতঙ্কিত দেখা যায় অনেক শিক্ষার্থীদের। তাদের এমন হঠাৎ আগমনে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন সচেতন অভিভাবকেরাও। কেউ কেউ ছিঁড়ে ফেলছে এই পোস্টারগুলো। তবে এ ধরনের কার্যক্রম বাংলাদেশকে আবারও কোন ধরনের ভয়াবহতার শিকার করবে, সে ব্যাপারে উদ্বিগ্নতা প্রকাশ করেছে সমাজবিজ্ঞানীরা।