সন্দ্বীপ উপজেলা চৌমুহনী বাজারে আগুন : নিঃস্ব দুটো পরিবার
আজ ১২.০২.২৪ সোমবার বিকাল আনুমানিক ৫টায় সন্দ্বীপ চৌমুহনী বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনায় দুটো ঘর নিমেষে পুড়ে ছাই হয়ে গেছে।
এ নিয়ে দৈনিক ন্যায়ের আলো কে যা বললেন স্হানীয় বাসিন্দা, রিক্সা চালক দেলোয়ার এবং তার স্ত্রী আসমা আক্তার রুমা এখন পথের ফকির। তাদের সব আসবাবপত্র পুড়ে শেষ। ওয়ালটন থেকে কিস্তিতে ফ্রিজ নিয়েছিলো তারা।সব আজ পুড়ে ছাঁই। তিলে তিলে সঞ্চিত আসবাব ঘর নিমেষেই শেষ হয়ে গেছে। চৌমুহনী বাজারে আগুনে দুটি ঘর পুড়ে ছাঁই হয়ে গেলেও হতাহতের কোন খবর পাওয়া যায় নি।