একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে আ.লীগ নেতা মুন্নার উদ্যোগে দোয়া
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদক প্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য একেএম শামসুজ্জোহার ৩৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও আদমজীনগর কবরস্থান কমপ্লেক্স মসজিদ ও মাদরাসার সভাপতি তানভীর কবির মুন্নার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে আদমজীনগর কবরস্থান কমপ্লেক্স মসজিদে মাদ্রাসার ছাত্রদের কোরআন খতম শেষে মসজিদ কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় দোয়া অনুষ্ঠানে ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহা, খান সাহেব ওসমান আলী, রত্মগর্ভা মা ও ভাষা সৈনিক প্রয়াত নাগিনা জোহা, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও তার পরিবারের যেসকল সদস্য পরলোক গমন করেছেন প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।এছাড়াও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।